কলকাতা থেকে ছেলের শারীরিক অবস্থা জানালেন পরীমনি

খবর ডেস্ক :
ছেলে পুণ্য’র চিকিৎসায় বর্তমানে ভারতে আছেন দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। কয়েক দিন আগে বরিশাল থেকে ফেরার পথে রাস্তার ধার থেকে কেনা ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরীমনি ও তার সন্তান। এরপর নায়িকা কিছুটা সুস্থ হলেও পূণ্য অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য ভারতে যান মা-ছেলে। সেখান বেশ কিছুদিন চিকিৎসার পর কলকাতা থেকে পরীমিনি জানালেন পুণ্য এখন ভালো আছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) কলকাতা থেকে দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, ‘পুণ্য এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। এছাড়া মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরের পর পরীমনি নিজের ফেসবুক পেইজে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ওষুধ খাওয়ানোর ছোট্ট জারে পানি বা ওষুধ রাখা। সেখানে ছোট্ট আঙুল দিয়ে চুবিয়ে নিয়ে আবার সেই আঙুল মুখে নিচ্ছে রাজ্য।

যদিও কয়েকদিন আগে কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে পরীমণি লিখেছেন, ‘নিজেকে এর আগে এত অসহায় লাগেনি। স্বাভাবিকভাবেই ছেলেকে নিয়ে সেখানে হাসপাতালের লড়াইটা সহজ ছিল না এই অভিনেত্রীর।

এর আগে পুণ্যকে নিয়ে পরীমনির ভারতযাত্রার বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ফেসবুকে চয়নিকা লেখেন, ‘হাসপাতাল থেকে ছেলের চিকিৎসার জন্য সরাসরি কলকাতার পথে পরীমণি। পদ্ম (পরীর ছেলে) খুব খুব অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্তু কিছুই করার নেই।

সবার কাছে দোয়া চেয়ে চয়নিকা চৌধুরী লেখেন, ‘আপনারা সবাই পদ্মর জন্য, পরীর জন্য দোয়া বা প্রার্থনা করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল।

উল্লেখ্য, পরীমনি ও শরীফুল রাজের সন্তানের পুরো নাম শাহীম মুহাম্মদ রাজ্য, মা পরী ডাকেন পুন্য বলে

মন্তব্য করুন