নিজস্ব প্রতিনিধি : বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসী কর্তৃক ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং সন্ত্রাসীদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কর্ণফুলী উপজেলা ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজ সামনে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে,আব্দুল আল মোনায়েম ও নেজাম উদ্দীন সাকিব এর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল হাবিব, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ শিপু,সিফাত, ফরহাদ, জিসান,ও উপজেলা ছাত্রনেতা, সাইফুল ইসলাম ওমর,মোহাম্মদ লিয়াকত,সুমন, শিহাব, তারেক, সহ অসংখ্য ছাত্রদলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে। তিনি শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।ই