কবিতা:__”ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড”__

~~~মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(০৯-০৩-২০২৫)ইং

ধর্ষকের শাস্তি হোক মৃত্যুদণ্ড।
ধর্ষণের মতো এমন নিকৃষ্ট কাজ
বিবেকবর্জিত মানুষরা বাদে,
করতে পারেনা কেউ এই কাজ।

পারিবারিক শিক্ষার অভাব
আছে যাদের জীবনে,
ধর্মীয় শিক্ষার প্রভাব
পড়েনি যাদের চরিত্রে;
জরিপ করলে দেখা যাবে_
ধর্ষণের মতো এমন নিন্দনীয় কাজ
তাদের দ্বারাই বেড়ে চলছে প্রতিনিয়ত।

নারীদের দূর্বলতার সুযোগ নিয়ে
নরপশুর ন্যায় মানুষরা,
হীন এই কর্মকাণ্ডে মেতে উঠে।

আমি মনে করি_
যাদের আছে জন্মে দোষ,
তারাই করে ধর্ষণের মতো জগণ্য কাজ।
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদন্ড’ নিশ্চিতকরণে
আমরা বিচার বিভাগের প্রতি
জানাচ্ছি আকুল আবেদন।
__________________________________
শিক্ষার্থী:_গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।

মন্তব্য করুন