কবিতা:__”ক্ষমতা না জনতা”__

লেখক:_মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(২৫-০২-২০২৫)ইং

ক্ষমতা না জনতা_
বাক্যটা বড় অদ্ভুত!
কেউ পালায় দেশ ছেড়ে
কেউ পদত্যাগ করে সেচ্ছায়।

বিপ্লবীদের বুকে থাকে
বিপ্লবের ভাবনা,
বিপ্লবীদের চোখে ভাসে
নতুন এক দেশ গড়ার চেতনা।

ফ্যাসিস্ট তাড়নার অন্যতম বীর
জনতার সেই নাহিদ ভাই;
ক্ষমতার শীর্ষ পর্যায়ে আসীন হয়েও
ফিরে এলেন আবার জনতায়।

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে
বুকে পেতে নিল যারা গুলি,
তাদের কাছে আদর্শ হল_
ক্ষমতার চেয়ে জনতা দামী।

জনমনে ফিরুক স্বাধীনতার ছোঁয়া
চিরতরে নিষিদ্ধ হোক বাকশাল প্রথা।
তারুণ্যের মাঝে সৎ সাহস দেখি
তারুণ্যের চোখে বাংলাদেশকে খুঁজি।
____________________________________
শিক্ষার্থী:_গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।

মন্তব্য করুন