লেখক:_মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(২৬-১১-২০২৪)ইং
কোনো ধর্মই লালন করেনা
উগ্রতা নামক বিষয়কে,
সব ধর্মের মূলকথা_
মানবধর্মই বড় ধর্ম।
মনে থাকবে উগ্রতার রেশ,
মুখে থাকবে আল্লাহ,রাম!
আমি বলি,তুমি কোনো ধর্মের ও নও
ধর্মের দোহাই দিয়ে মুক্তির স্লোগানে
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে কাজ করে যাও।
মারামারি,হানাহানি,রক্তপাত
এইতো প্রত্যেক ধর্মে বর্জনীয় কাজ।
বিশ্বাস না হলে পরে দেখো,
কুরআন,বাইবেল,ত্রিপীঠক ও বেদের
প্রত্যেকটা লাইনের মর্মকথন।
মানবসেবায় বড় ধর্ম,
তাতে নেই কোনো মতবিরোধ।
তাহলে,কেন এতো দেশ তথা বিশ্বজুড়ে
সাম্প্রদায়িক ডাঙ্গার সৃষ্টি হয়?
আসুন,,
অহিংস চেতনায় বেড়ে উঠি,
অসাম্প্রদায়িক চেতনায় জীবন গড়ি।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে,
উগ্র চেতনা পরিহার করি।
_________________________________________
শিক্ষার্থী:__গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।