লেখক:_মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(২১-১০-২০২৪)ইং
_________________________________
সবুজ-শ্যামলে সৌন্দর্য ঘেরা
বিচিত্র কত প্রাণীর মেলা,
দৃষ্টিনন্দন কৃত্রিম সাজে
চোখ জুড়ানো রঙ্গে দেখতে আমার গাঁ।
ভোর সকালে পাখির কিচিরমিচিরে
মন কাড়ে সকলের সুরব্যঞ্জনে,
পড়ন্ত বিকেলে উত্তর ও দক্ষিণা হাওয়ায়
বিমোহিত করে আমার গ্রামের সৌন্দর্য।
ছোট ছোট কুড়েঁঘর,
তার ফাঁকে ফাঁকে কিছু ইমারত;
আঁকাবাঁকা পথ বেয়ে..
গড়ে উঠেছে এক জনপদে।
গ্রামের মেঠোপথের ধারে,
ছোট্ট ছোট্ট দোকান নিয়ে;
বসে এলাকার মানুষ-জনে।
যেথায়,কর্মহীন তথা কর্মব্যস্ত লোকেরাও
ভীড় করে সকাল-সন্ধ্যাবেলা।
সূফি-দরবেশের পদধূলিতে
ধন্য মোর গ্রাম,
আমজনতা তাঁদের অনুকরণে
জীবন গড়েন সুন্দর।
রাস্তা গিয়াছে চলি,
মস্ত পুকুরের পাশ্ব ধরি..
সম্মুখে প্রাইমারি ঙ্কুল আর মাদরাসা ভবন
দিয়েছে বাড়ায় গাঁয়ের সৌন্দর্য।
যেথায় শত শত ছাত্র-ছাত্রী
পাঠশালায় যায় প্রত্যহ।
জ্ঞাণী-গুণী ব্যক্তিবিশেষের সমাহারে
গড়ে উঠেছে মোর গাঁ,মুক্ত চারণভূমি হয়ে।
ঐতিহ্যঘেরা আমাদের গ্রাম,
'পশ্চিম এলাহাবাদ' তাঁর নাম।
_______________________________
শিক্ষার্থী:__গাছবাড়িয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।