কবিতা:_”স্বাধীনতা তুমি কোথায় আজ”

লেখক:_মো: ওসমান হোসেন সাকিব
তারিখ:_(১৬-০৭-২০২৪)ইং
_______________________________

স্বাধীনতার ৫২বছর পরে এসে
যখন দেখি শোষণ, বৈষম্যে
ভরা এই দেশ;
তখন মনে প্রশ্ন জাগে_
স্বাধীনতা তুমি কোথায় আজ?

কোটা বৈষম্যের তরে
যোগ্যতা থাকার পরেও,
যখন দেখি শিক্ষিত বেকারে
ভরা এই দেশ;
তখন মনে প্রশ্ন জাগে_
স্বাধীনতা তুমি কোথায় আজ?

এক-দুইটা পদের ছলে
হাজার হাজার পরীক্ষার্থীর ভীরে,
যখন দেখি ঘুষের আনাগোনা
চলে বেশ;
তখন মনে প্রশ্ন জাগে_
স্বাধীনতা তুমি কোথায় আজ?

ভোটাধিকার, সুশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে
ত্রিশ লাখ শহিদের আত্মত্যাগে
ঘটেছিল মহান এই বিজয়।
যখন দেখি তারুণ্যের অধিকারহারার চিৎকার;
তখন মনে প্রশ্ন জাগে_
স্বাধীনতা তুমি কোথায় আজ?

টাকার বিনিময়ে বিচার কাজ
সুষ্ঠু বিচারের নাই রেশ,
যখন মিলে বঞ্চনায় শিকার মানুষের খোঁজ;
তখন মনে প্রশ্ন জাগে_
স্বাধীনতা তুমি কোথায় আজ?

দ্রব্যমূল্যের নাভিশ্বাসের এই ক্ষণে
শত গরীব, দুস্থ ও অসহায়ের ভীরে,
যখন শুনি অনাহারে ভুগা ক্ষুর্ধাত শিশুর আওয়াজ;
তখন মনে প্রশ্ন জাগে_
স্বাধীনতা তুমি কোথায় আজ?

পরিবর্তন হবেই!
স্বাধীনতার এত বছর পর এসে
হাজার হাজার মুক্তিকামী তরুণের মনে,
প্রশ্ন জাগে_
স্বাধীনতা তুমি কোথায় আজ?
________________________________________
শিক্ষার্থী:__গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।

মন্তব্য করুন