
মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:- (২১-০২-২০২৫)ইং
ফেব্রুয়ারির বুকে
গেছে কত তরুণ অস্তাচলে,
মাতৃভাষা বাংলার তরে
উনিশো বায়ান্ন সালের বিপ্লবে।
কত মায়ের প্রাণে আজো শোকের ছায়া
কত বাবার বুকে সন্তানহারার ব্যথা,
কত পথে ভেসে আছে বায়ান্নর ভাষা শহিদরা
সম্মুখে সালাম,বরকত,রফিক প্রমুখরা।
বাংলার বুকে,
ফেব্রুয়ারি ফিরে বারবার!
বারবার প্রাণ কাড়ে ফ্যাসিস্টরা
বারবার বুক পেতে বসে তরুণরা
অন্যায়,জুলুম ও অধিকারের প্রশ্নে।
বায়ান্ন আমাদের সূচনা
একাত্তর আমাদের অস্তিত্ব
চব্বিশ আমাদের প্রেরণা
বিনম্র শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন
অমর একুশ দুই হাজার পঁচিশে।
শিক্ষার্থী:_গাছবাড়িয়া সরকারি কলেজ, ব্যবস্থাপনা বিভাগ।