__মো:ওসমান হোসেন সাকিব
আসানসোলের চুরুলিয়া গ্রামে
আজকে বিশেষ এই দিনে,
দুখুমিয়া খ্যাত ছোট্ট শিশুটি
জন্ম নিয়েছিল এক দরিদ্র পরিবারে।
দূর্বিষহ ছিল পারিবারিক জীবন
তারই পোড়নে সমাপ্ত হল শিক্ষা জীবন।
গ্রামের মক্তবে করেছিলেন শিক্ষকতা
রুটির দোকানে কারিগরি ছিল ও পেশা।
টগবগে তরুণের ছিল টগবগে চেতনা
লেখনীতে ভাসত তার মুক্তির প্রেরণা।
দ্রোহের চেতনায় অনবদ্য 'বিদ্রোহী' কবিতা স্বদেশ ও জাতির মুক্তিতে নজরুল এক অনুপ্ররেণা।
প্রেম,দ্রোহ ও আধ্যাত্মিকতায় তার জীবন
অবিচারের বিরুদ্ধে অগ্নিঝরা কণ্ঠই তার মরণ।
শিক্ষার্থী:_গাছবাড়িয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।