আমি মমতা ময়ী নারী,
কারিমা খাঁন দুলারী,
খুলনা জেলা ফুলতলা।
আমি অগ্নীকন্যা এক মমতাময়ী
অপরূপ সৌন্দর্য অনন্যা নারী।
সেই ছোট্ট বেলার জামা প্যান্ট ছেড়ে
আজ পড়ি আমি দশ হাত শাড়ি।
আমি গর্ভধারিনী স্বামীর সোহাগিনী
কল্যাণ ময়ী নন্দিনী অমুল্য রতন।
পর কে মোরা ভালোবেসে আপন করি
মায়া জালে ফেলে করি খুব যতন।
আমি বড় শিক্ষায় শিক্ষিত হতে পারি
সন্তানের জীবন সুন্দর করে গড়ী।
হাজার ও দুঃখ কষ্টে আজীবন ধরে
জীবনের সঙ্গে আমি সংগ্রাম করে লড়ী।
মোর আর্থিক সম্বল যদি খারাপ হয়
সংসারের পাশাপাশি করে যাই চাকরি।
আমি স্বামী সন্তান নিয়ে সুখের আশায়
বহু সুখে দুঃখে দিন গুলো পার করি।
আমি শত কষ্ট দুঃখ নিরবে নিভৃতে সয়ে
ম্বামী সন্তানদের কথা অবিরাম যে ভাবি।
কতো রক্তের বাঁধন আমি পর করে
পরের সংসারের হই সুখের চাবি।