কবিতা-৫, অপরুপ রুপে কন্যা

অপরুপ রুপে কন্যা,

কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা ফুলতলা।

কন্যা তোমার রুপে যাদু, খুব চমৎকার
এই অপরুপ রুপে করো বেশী অহংকার।
মনে হয় রঙিলা অভিনেত্রী রুপ নগর
হৃদয়ে তোমার রঙিন স্বপ্ন অনুভবে ঝড়।
অভিনয়ে মাতোয়ারা তুমি বিশ্ব করো জয়
ঐ রুপের সমাহারে নেই বুঝি তোমার ভয়।

কত ছেলে তোমাকে দেখে হয় দিশাহারা
তুমি কন্যা দেখতে সুন্দরী যেনো মন কাড়া।
তোমার সঙ্গে হলো আমার মন বিনিময়
এক দৃষ্টিতে দেখে কেড়ে নিলে এ হৃদয়।
অচেনা পথে নিয়ে এলে তুমি বহু দূর
তোমার রুপে যাদু মাখা কি যে সুমধুর।

দুঃখে দহনে হবে তুমি একদিন পরাজয়
কত প্রেম ভালোবাসা তো মুকুলে ঝরে যায়।
মন অবিরাম কাঁদে নিয়ে আবেগ অনুভূতি
ক্ষত বিক্ষত হয় হারানো প্রেমের যে পরিনতি।
ভুলের সমাহার তোমার জীবনের খাতা ভরে
বেদনা বিদুর এ হৃদয় থাকে অগোচরে।

জীবন মানে জোয়ার ভাটা অবিরাম অন্তরে
তিলে তিলে শেষ হয় ক্রন্দন করে অধীরে।
জীবন হয় নিসফল পাবে না আর সময়
কাতর কম্পন অনুভব থেকে যায় এ হৃদয়।
কতো হয় মর্ম ব্যাথা বুকের অতল গহ্বরে শোকে
তোমার করুন কাহিনী দেখে এই বিশ্বের লোকে।

মন্তব্য করুন