কবিতা- ৪, প্রিয়তমা সাগরিকা

প্রিয়তমা সাগরিকা,

কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা ফুলতলা।

মোর হৃদয় মন সঁপে তোমায় ভালোবাসি সাগরিকা
আজ অধীরে কেঁদে মরি আমি শুন্য কুটিরে একা।
এতো মায়াজাল ভেদ করে তুমি কেনো চলে গেলে
জানি না অন্যের ঘরে থেকে কি সুখ যে তুমি পেলে।
ঐ দিশাহারা পাখির মতো মোর অনুভূতির এই মন
অগোচরে নিঃস্ব করে ফেলে গেলে অধমের জীবন।

তুমি কতো আনন্দে মাতোয়ারা হয়ে সাজিয়েছ বাসর
আজও তোমার প্রতিক্ষায় জ্বলে পুড়ে শেষ হয় অন্তর।
মোর দুই নয়নে ঝরে যায় ঐ পাহাড়ী ঝর্না ধারা অশ্রু
আমি গরীব অসহায় বলে ভেবেছ কাপুরুষ এক ভীরু।
মোরে ভালোবেসে তুমি করে গেলে চির বিদায় নিস্য
বিষাদ এই কাতর দহন জ্বালা বুঝবে না ঐ সারা বিশ্ব।

আমি মোমের মতো পুড়ে গলে হইলাম আজ নিঃশ্বেস
যে দিন তোমাতে মোর ভালোবাসা হয়ে ছিলো শেষ।
মোর বুকে চেপে আছে ঐ বিশাল এক পাথুরে পাহাড়
অবিরাম নীরবতায় আনমনে বন্ধ হয়েছে মোর আহার।
মনে হয় মোর বুকে ঐ বিষাক্ত একটা তীর বিঁধে আছে
যখন ভাবি তোমার ভালোবাসা ছিলো জীবনে মিছে।

কেনো ভালোবেসে মন মন্দির ক্ষত বিক্ষত করে গেলে
মোর প্রেম আবেগে অনুভূতি সব বিসর্জন দিয়ে চলে।
এই সুখ নামের সোনার হরিণ মোর ভাগ্যে নাহি মেলে
কেনো তুচ্ছ করলে এই অসীম অনন্ত ভালোবাসা ভুলে।
আজ তোমার নতুন সংসার পেয়েছ ধনীর দুলাল বর
মোর নিথর জীবন দাফন করে তুমি দিয়ে গেলে কবর।

মন্তব্য করুন