কবিতা-৪, আমি গুনাগার দয়া ভিক্ষা চাই

এম.কে.জাকির হোসাইন বিপ্লবী

আমার ঈমান যেন দংশ না হয়
অভাবের তাড়নায় পরে,
হে দয়াবান তুমি দয়া করো
দূরে ঠেলে দিও না মোরে।

আমি গুনাগার দয়া ভিক্ষা চাই
তুমি ছাড়া কে আছে আমার,
বাদশার বাদশা তুমি অন্যায় বিচারক
অযোগ্য আমি তোমার ক্ষমা পাওয়ার।

অর্থের অভাবে জেনে না জেনে
করছি কতো অপরাধ,
শেষ বিচারের দিনে দিও না প্রভু তুমি
আমায় পাপের অপবাদ।

গফুর গাফফার নামের গুনে
করো তুমি সেই দিন ক্ষমা,
কাহহার নামে যেইদিন তোমাকে
দেওয়া হবে উপমা।

জানি আমি পাপী বান্দাহ,অগণিত পাপ
আমার আমলনামায় হয়েছে জমা,
সেই পাপের করো যদি বিচার
অবুঝ বান্দা তোমার পাবে না কভুও ক্ষমা।

আমি বন্দি হয়ে গেছি দুনিয়ার মায়া জালে
পথভ্রষ্ট করে দিও না আমায়,
ভুল ভ্রান্তির জগতে দিন শেষে প্রভু
বিশ্বাস করি আমি তোমায়।

তুমি অন্তর্যামী রহিম রহমান
শহীদি তামান্না করো আমায় দান,
তোমার হুকুমত প্রতিষ্ঠার তরে
বাতিলের মোকাবেলায় যায় যেনো প্রাণ।

মন্তব্য করুন