
কারিমা খাঁন দুলারী
তোমাকে ভালোবেসে ফেলে যাই দীর্ঘশ্বাস
কি অপরাধে মনটা নিয়ে করলে সর্বনাশ।
তোমার প্রতি ছিলো আমার অনেক বিশ্বাস
হৃদয় মাঝে স্বপ্ন ছিলো গড়ব দুজন আবাস।
আজ আমি অধীরে ভেবে নিরাশায় হতাশ
নেই মনে আর সেই প্রশান্তির জীবনেনিবাস।
আমাকে ভালোবাসে করে গেলে শুধু উপহাস
এ মনের অতল গহ্বরে করেনা সুখ পাখি বসবাস।
বুকের গভীরে অন্তরালে বিষাদ কান্না ভরা কষ্ট
ভালোবাসার মিথ্যে অভিনয় করে জীবন করলে নষ্ট।
এই পৃথিবীর বুকে মানুষ বড় বেঈমানি স্বার্থপর
লোভ লালসা হিংসা অহংকারে ভেঙ্গে দেয় অন্তর।
ভালোবাসার ছলনা করে করলে সুখের আয়োজন
বুকে এখন আঘাত করে বলো নেই প্রয়োজন।
ভালোবেসে জীবনে আসে শুধু ভাঙ্গতে বুকের পাঁজরে
বারবার আঘাত করে যাও শুধু হৃদয়ের গভীরে।
এ প্রেম আসে আনন্দ ভালোবাসা নিয়ে আনমনে
কখনও আবার ভেঙ্গে যায় নিরাশা করে সংগোপনে।
এ রহস্যময় প্রেম খেলার কতো যে বিরহ সমাহার
নিবিড় হয়ে এসে কেবলী ভাঙ্গে সবার এ অন্তর।
ক্ষত বিক্ষত করে হৃদয় মন জীবন করে গ্রাস
মনে হয় সীমাহীন কষ্টের কাতর দহনে নিচ্ছে শ্বাস।
এ ভাবে ঝরে যায় সমাজের হাজার জীবন্ত লাশ
নিরবে নিভৃতে রক্ত ক্ষরণ কষ্টে ফেলে দীর্ঘশ্বাস।
কারিমা খাঁন দুলারি
ফুলতলা উপজেলা, জেলা + বিভাগ, খুলনা,বাংলাদেশ।