
কবি: সেলিম ইসলাম সাদিক
অমৃত বারি হেতাই কে করেছে পান?
তুমি হেতাই করো কেন তাহারি সন্ধান?
যাহাদের স্বরণে বর্ষে বর্ষে, মোরা করি আয়েজন।
এ ধরাতে তারা, কে কোথায় রহিয়াছে, বলো কয়জন?
সন্ধান নাই। কেন নাই?
এ ধরা তাদের দেয়নাই ঠাঁই।
তারাও ছারিতে চায়নি, এ সুন্দর ধরনী।
থাকিবার তরে, সকলি করেছে-
তবুও ধরনী আপন করেনি।
ধরনী করেছে তার আপন পাটে সর্ব সব সমপন।
মানব ধরনীকে আপন করেছে, ধরনী করেনি আপন।
মিছে কেন তুমি থাকিবার তরে, সকলি পেতে চাও-
আপন আপন করি।
সকলি চলিবে আপন গতিতে, তুমি বদলাবে তরী।
সকল কিছু থাকিবে তোমার, দৃশ্যপটে দৃশ্য হয়ে।
অথচ, তোমার আঁখি থাকিতেও, দেখতে পারবেনা খুলে।
মুর্খের মতো থাকিবার তরে,কেন আয়েজন করো।
কি ভেবে তুমি প্রকৃতির আইন ভাঙ্গানের পথে টানো!
টানিয়া দেখো, তোমার পন্থে তারে, আনতে পারবে কি?
মুর্খের মতো অবাধ্য হইয়া,অনলে ঢালিবে ঘি।
মহীরূহ কত মৃত্তিকা তলে,মূলিকা দিয়েছে পুঁতে।
বাঁচিবার তরে অবনীর বুকে,কত আয়েজন করে?
ভূমিকে সে আঁকড়ে ধরে,বাঁচিবার চেষ্টা করে।
সে মৃত্তিকা কি আমৃত্যু তারে বাচিয়া রাখিতে পারে?