
মো: ওসমান হোসেন সাকিব
শিক্ষকরা আজ রাজপথে,
নায্য দাবি নিয়ে কথা বলছে।
টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেড
তাতে কেন ব্যবহার হচ্ছে?
বেতন পান খুব অল্প,
সংসারে অভাবের গল্প।
নীতিতে চালায় না বিকল্প
সুশীল জাতিগঠনে আঁটে সংকল্প।
শিক্ষকদের উপর হামলা,
রাষ্ট্রের জন্য লজ্জা।
সর্বোচ্চ মহলে আবেদন,
তাদের দিন প্রাপ্য সম্মান।
নায্য দাবি মেনে নিন,
দ্রুত তার নিশ্চিত দিন।।
তারিখ:- ১৪\১০\২০২৫ ইং