
কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা ফুলতলা
বাংলাদেশ।
নই আমি চিত্র শিল্পী, তবুও এঁকেছি তাহার ছবি।
হৃদয়ের একাডেমীতে প্রকাশ করে রেখেছি সবি।
আজ কাল তো প্রেমের,চলছে খুব তো ত্রাণ।
ছলনার ভালোবাসায় দেখি,হারায় কতো প্রাণ।
কতো মানুষ এই জগতে আছে বড় এক্টর।
আনন্দ করে বীণা তারে,বাজায় উল্লাসে গিটার।
আরো দেখি নিপুণ কারিগর, মিথ্যে প্রেমে সেড়া।
আবেগ আর অনুভুতিতে পড়ছে বিবেক ধরা।
তাহার প্রতি অগোচরে আছে হৃদয়ের টান।
অভিনয় করে ব্যাপক গাইছে ভালোবাসার গান।
মনের বাসনা কামনা বুকের পাটাতনে দেয় কবর।
এই জীবন্ত মৃত্যুর, কেউ কখনও রাখে না তো কবর।
বারবার ফোন করে,কানে বাজে রিং অবিরত।
ফেলে আসা স্মৃতি গুলো,বাড়ায় বুকে ক্ষত।
মায়াজালে বিভোর হয়ে ভালোবাসে মনের হরষে।
জীবনটা নষ্ট করে,তার স্মৃতির পরশে।
সংগোপনে বলে কথা,জানে না প্রিয়জন তার।
এই ভাবে মিথ্যা প্রবঞ্চনায় ভাঙছে কতো ঘর।
বিবেক বুদ্ধি নিথর, নেই হৃদয়ে তাহার ভয়।
ভালোবাসায় প্রতারণা করে,বিশ্ব কে করছে জয়।
আসল ভেবে কতো মানুষ ঘুরছে তাহার পিছে।
টাকার বিনিময়ে দেহ টাকে নিচ্ছে টেনে কাছে।
মস্ত বড় অভিনেতা, মিষ্টি কথায় রাখে ভোলায়।
মন মন্দিরে প্রবেশ করে, হৃদয় টাকে দোলায়।