মীরজাদা সোহেল
জুলাই দিয়ে গেলো পত্র
স্বৈরাচার ফ্যাস্টিটকে দিলো ছাড়পত্র
পালালো চিরতরে।
শহীদ আবু সাঈদ, মীর মুদ্গ, ওয়াসিম আকরাম, আনাছ আর অসংখ্য হাজার হাজার শহীদ দিলো মুক্তির ঘোষনা পত্র।
তুমি কে? আমি কে? বাংলাদেশী।
আমরাই বাংলাদেশ।
ছাদ বাগানে ফুল ঝরলো উড়ো ফড়িং থেকে আসা ঘাতক বুলেটে।
বারান্দায় ঢলে পড়লো রোদ ছুঁতে আসা বোনের নিথর দেহ ঘাতকের বুলেটে।
তবুও না থামার পত্র দিলো জুলাই ৩৬ পানে ছুটে চললো।
জুলাই পত্র দিলো ছাত্র-জনতার প্রাণে
ঘোষণা এলো ১দফা এক দাবি
স্বৈরাচার তুমি কবে যাবে।
অবিরত চলতে থাকলো স্বৈরাচারের ঘাতকের বুলেট
আর রক্ত দিয়ে ছাত্র-জনতা আঁকলো আলপা'র রাজপথ।
ঘাতকের আঘাতে ছিন্ন ভিন্ন দেহের বীর অঙ্গন বীররা আমাদের জন্য বয়ে আনলো স্বাধীনতা।
জুলাই আমাদের পত্র দিলো এক নতুন বাংলাদেশ।