
ডেস্ক : শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্মৃতি বিজড়িত ৫ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরান মাহফিল আগামী ২৭ তারিখ অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিল সুষ্ঠু ও সৌন্দরভাবে অনুষ্ঠিত ও সম্পন্ন করার উদ্দ্যােগে মাঠ (প্যারেড মাঠের) পেন্ডেল সহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা শাহজাহান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, নগর জামায়াতের নায়েবে আমীর জনাব নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমীন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, অফিস সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি জনাব তানজীর হোছাইন জুয়েল, সহ অন্যান্য নেতৃবৃন্দ।