
খবর ডেস্ক :
মিরসরাই গণসংযোগে ন্যাশনালিষ্ট বিএনএফ মনোণীত প্রার্থী টেলিভিশন প্রতীক লায়ন মাওলানা মো: ইউসূফ
চট্টগ্রাম– ১ (মিরসরাই) আসনের বিএনএফ মনোণীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাংবাদিক লায়ন মাওলানা মো: ইউসূফ বলেছেন, এলাকায় মাদক গ্রহণ ও বিক্রি ভয়ানক ব্যাধি ও মূল অপরাধ। যা তরুণ–যুবকরা গ্রহণ করে নিজেদের ক্ষতির পাশাপাশি সমাজে উঠতি বয়সীদের ধ্বংসের মূল। মিরসরাই ইউনিয়ন এলাকায়ও ক্ষমতাধর জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় থেকে মাদক বিস্তারসহ বিভিন্ন অপরাধ সৃষ্টি হচ্ছে ।
অনেক গরীব, দুর্বল ও অসহায় নিরীহ লোকজন ন্যায় বিচার ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং নারীরা নির্যাতনের শিকার হচ্ছে।
এককথাই আমার লক্ষে এলাকার সকল সমস্যা অপকর্ম নির্মূল, উন্নয়ন এবং মৌলিক অধিকার রক্ষার্থে আগামী ৭ জানুয়ারি টেলিভিশন মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। কারণ এলাকা থেকে অপরাধ ও সমাজ বিধ্বংসী কাজ দূর করতে নির্লোভ, সহজ সরল ও উদার জনপ্রতিনিধি প্রয়োজন।
আমি আমার শুরু থেকে উপরোক্ত বিষয়গুলো বাস্তবায়ন করতে সামাজিক,রাজনৈতিক, মানবাধিকারসহ বিভিন্ন সংগঠনে জড়িত ও সৃষ্টি করেছি। বিগতদিন থেকে আমার একমাত্র লক্ষ্য ছিল ও আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এজন্য কর্মজীবনে ব্যস্থতার পাশাপাশি বছরের অধিক সময় মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি এবং আগামীতেও আরো দৃঢ়ভাবে মানব সেবায় সেবক সিসেবে সেবা দিতে প্রার্থী হয়েছি।
টেলিভিশন প্রতীক লায়ন মাওলানা মো: ইউসূফ গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত মিরসরাই উপজেলার বিভিন্নস্থরে এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গণমাধ্যমকর্মী মিরজা এমদাদ হোসেন, সাংবাদিক মো: গিয়াস উদ্দিন, এডভোকেট রাশেল আহমদ বন্যা, বিএনএফ নেতা মফিজ উদ্দিন, জাফর আহমদ, মো: সনেট, বিএনএফ ছাত্রনেতা জাবেদ, নূর উদ্দিন আবু, এমরান হোসেনসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গগণ এসময় উপস্থিত ছিলেন ।