একটি দাবি

নুশরাত রুমু

একটি আওয়াজ একটি দাবি নোয়াখালী বিভাগ চাই লক্ষ্মীপুর ফেনী সাথে আছে নোয়াখালীর আরও দুটি ভাই।

আসুক বাধা যত হামলা পথে মিছিল হবেই বিজয়ের রথে স্লোগান মুখে অবিরত জিতব আমরা কোনো ক্লান্তি নাই।

বড়ো চাওয়ার মাঝে অল্প দিয়ে, থামবে না এ আওয়াজ সিটি নিয়ে শত বাধা পেরিয়ে রাজপথে তাই স্বপ্নের নোয়াখালী বিভাগ চাই। বিভাগ হয়নি আজও দুখের কথা সবার হৃদয়ে তাই বাজছে ব্যথা নোয়াখালীর মান ইতিহাসের গান বিপ্লব দিয়ে হবে জেতা তাই তো সবে একসুরেই গাই… নোয়াখালী বিভাগ চাই। যোগ্যতা, মেধা আর যুক্তি দিয়ে হবেই বিভাগ মোরা যাব এগিয়ে উন্নত নোয়াখালী গড়তে চলো সবাই কাঁধে কাঁধ মিলাই এই আওয়াজ থামবে না ভাই নোয়াখালী বিভাগ চাই।

মন্তব্য করুন