
নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. আলম (৩৮) নামে একব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই এলাকার মৃত কালুর ছেলে এবং পেশায় দিনমজুর।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
তিনি বলেন, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা শাহজাহান জানান, গত মঙ্গলবার রাতে আলম প্রতিদিনের মতো দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পূ