
খবর ডেস্ক : উখিয়ায় পালংখালী ইউনিয়ন আনসার কমান্ডার আব্দু সাত্তার ও রাজাপালং ইউনিয়ন আনসার কমান্ডার জাফর আলমের বিরুদ্ধে সীমান্ত এলাকার মাদক কারবারী ও রোহিংগা শরনার্থীর নিকট হতে চাঁদা আদায় করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জাফর আলম একজন অশিক্ষিত ও ৭৩ বছর বয়সী লোক হয়। কোন রকম নাম দস্তখত দিতে পারে। অষ্টম শ্রেনী পাশ ও বয়স ৩৫ বছর মর্মে ভুঁয়া সনদ দিয়া জাল জালিয়াতির মাধ্যমে আনসার কমান্ডার নিয়োগ পাইয়া মাসিক ভাতা মাত্র ১৩০০/ টাকা হইলেও এলাকার লোক জনকে তাদের বেতন মাসিক ৩৫ হাজার টাকা বলে প্রকাশ করে। সরকারী ১৩০০/টাকা ভাতা ছাড়া তাদের অন্যকোন আয় রোজগার না থাকায় তাদের বিভিন্ন ধান্দা করে সংসার চালাতে হয় বলেও প্রকাশ করে থাকে। এই বিষয়ে ভুক্ত ভুগি জনগণ ও শরনার্থীরা কক্সবাজারস্থ জেলা আনসার কমান্ডেন্ট সহ রোহিংগা শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার, ক্যাম্প-কক্সবাজার বরাবরে অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উক্ত আনসার কমান্ডারদেরকে আনসার বিভাগ হতে বাতিল করার প্রয়োজন বলে এলাকার লোকজন দাবী করছে। তাদের এসব অভিযোগের বিষয়ে আনসার কমান্ডারদের নিকট জানতে চাইলে অভিযোগ দেয়ার বিষয় অস্বীকার করে বলেন, এখনও এধরনের কোন অভিযোগ দেয়নি।