
আজ ৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং শুক্রবার বাদ জুমা আন্দরকিল্লা চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর সাধারণ সম্পাদক মুহাম্মদ তানজুন মোল্লা-এর সঞ্চালনায় শাখা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান এর সভাপতিত্বে “নগর সম্মেলন ২০২৪” অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। স্বাধীনতার পর থেকে দেশের শিক্ষা ও সংস্কৃতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। নাস্তিক্যবাদী ও হিন্দুত্ববাদী জাতি গঠনে কাজ করা হচ্ছে। ভারতের প্রেসক্রিপশনে এদেশে শিক্ষা ও সংস্কৃতির বিরুদ্ধে আগ্রাসন চলছে। এ জাতিকে মেধাশূণ্য করার চক্রান্ত চলছে।” বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্র নীতির সমালোচনা করে তিনি বলেন, “দেশের সীমান্ত আজ অনিরাপদ, ভারতের বিএসএফ কর্তৃক বিজিবির সৈনিক হত্যার সুষ্ঠু বিচার হয়নি। বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের মটরশেল নিক্ষেপ, আকাশসীমা লঙ্ঘন এবং মিয়ানমারের সীামন্তবাহিনীর অনুপ্রবেশ প্রভৃতি বাংলাদেশকে নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এমতাবস্থায়ও বর্তমান সরকার নির্বিকার। মিয়ানমারও জানে এই সরকার নতজানু ও গণবিচ্ছিন্ন।”
প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী বলেন, ” শতকরা ৯২ ভাগ মুসলমানের শিক্ষা ব্যবস্থায় কারা ট্রান্সজেন্ডার সংযোজন করেছে, তাদের পরিচয় তুলে ধরতে হবে। ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে প্রমোট করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সমকামিতার বিরোধিতা করায় আসিফ মাহতাব স্যারকে ব্র্যাক থেকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি তাকে চাকুরীতে পুনর্বহালের দাবি জানিয়ে বলেন, অন্যথায় ব্র্যাকের সকল প্রতিষ্ঠানকে বয়কট করা হবে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক সরোয়ার স্যারকেও চাকরিচ্যুত করার পাঁয়তারা করা হয়েছিল। এধরনের আস্ফালন মেনে নেওয়া হবে না।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম।
নগর সম্মেলন আরো বক্তব্য রাখেন জাতীয় ওলামা আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. বেলাল নূর আজিজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হুমায়ুন কবির খালভী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলনা ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আল মিজান মুহাম্মদ নোহেলসহ সহযোগী শাখার নগর নেতৃবৃন্দ।
নগর সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি ২০২৩ এর বিগত কমিটি বিলুপ্ত করে ২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে মুহাম্মদ ইব্রাহীম খলিল, সহ-সভাপতি হিসেবে শাহজাহান হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ আব্দুল কাদের এর নাম ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।