
মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(১৪-০২-২০২৪)ইং
রাতের মাঝে পূণ্যময় রাত
১৪ই শাবানের দিবাগত রাত
বান্দার পাহাড়সম গুনাহ ক্ষমার রাত
১৪ই শাবানের দিবাগত রাত।
এই রাতের আহবান_
কে আছ গুনাহগার?
আস তব মওলার দ্বারে
১৪ই শাবানের দিবাগত রাতে।
আল্লাহ থাকেন এই রাতে
বান্দার অতি সন্নিকটে
গাফফার নামের ঊসিলাতে
অজস্র পাপীদের ক্ষমা করে।
তাসবীহ,জিকির,নফল নামাজে
মগ্ন হও এই মহিমান্বিত রজনীতে
ক্ষমা প্রার্থনা করো কবরবাসীর
প্রার্থনা করো বিশ্ববাসীর,
১৪ই শাবানের দিবাগত রাতে
মওলা তোমার অতি সন্নিকটে।
শিক্ষার্থী:_গাছবাড়িয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।