
~~~মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(১১-০৩-২০২৫)ইং
সিয়াম সাধনার মাস
আত্মসংযমের মাস।
বছর ঘুরে আসে একবার
আত্মশুদ্ধির এই মাস।
সাওম মাসের শুরুতে
শয়তানকে আল্লাহ বন্দি করে,
নহে মানবের কথা_
পবিত্র কোরআনের ঘোষণা।
সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পযর্ন্ত
পানাহার থেকে বান্দা নিজেকে রাখে মুক্ত।
রোযাদারের মুখের গন্ধ,
মেশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধ!
সাওম মাসের বার্তা_
দুনিয়াতে আল্লাহর ভয় নিয়ে চলো
তাঁরই পথের পথিক হও,
আত্মশুদ্ধির পথে হও উদ্বুদ্ধ।
_________________________________
শিক্ষার্থী:_গাছবাড়িয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।