
লেখক:-মো:ওসমান হোসেন সাকিব
____________________________________
পরিশুদ্ধতার বার্তা,আত্মশুদ্ধির পন্থা
আহলান-সাহলান ইয়া রামদ্বান।
মুমিনদের মনের চাওয়া,
আল্লাহর সন্তুষ্টি পাওয়া।
পূর্ণতা পায় তাদের বাসনা,
ফরজ ত্রিশ রোযা পালনে।
স্বাগতম,স্বাগতম ইয়া রামদ্বান।
ধৈর্য, ক্ষমা, মহত্ত্ব, দান
রোযার মাধ্যমে পায় শিক্ষাদান।
আহলান-সাহলান ইয়া রামদ্বান।
তাহাজ্জুদ, সেহরি, ইফতার ও তারাবীহ
প্রতিটি কাজেই মিলে অন্তরে প্রশান্তি।
ভাতৃত্ব,আত্মসংযমে জেগে উঠে মুমিনের মন
গুনাহ ক্ষমায় লিপ্ত থাকে প্রতিটি মানুষজন।
সাওমের মাঝেই ভেসে আসে
‘মওলার’ একত্ববাদের জয়ধ্বনি,
সাওমের মাঝেই প্রকাশ পায়
শান্তির ধর্ম ‘ইসলাম’র মর্মবাণী।
আহলান-সাহলান ইয়া রামদ্বান।
____________________________________
শিক্ষার্থী: গাছবাড়ীয়া সরকারি কলেজ, ব্যবস্থাপনা বিভাগ।