
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকারীদের ফাঁসি ও ইসকন নিষিদ্ধের দাবীতে শরীয়তপুর ওলামা পরিষদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় শরীয়তপুর পালং উত্তর মাথা থেকে মিছিলটি বের হয়ে জেলা সদর রোড প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। এখানে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা জমিয়তে ওলামায় ইসলামের সভাপতি মাওলানা শফিউল্লাহ খান, জেলা হেফাজত ইসলামের সভাপতি সাব্বির আহম্মেদ ওসমানী, জেলা ওলামা পরিষদের সভাপতি মাও. আবু বকর, শরীয়তপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান মোল্লা প্রমুখ।ই