ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও ২ সহযোগি আটক

নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারের রামু থানার ওয়ারলেস অপারেটরসহ (কনস্টেবল) তিনজনকে ইয়াবাসহ আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১৬ এপ্রিল) কক্সবাজার জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টা থেকে ১ টা পর্যন্ত রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়।

সিরাজুল মোস্তফা জানিয়েছেন- পুলিশ সদস্য জাহিদুল ইসলাম মন্ডলপাড়া গ্রামে ভাড়া বাসায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে সামনে পার্কিং করা প্রাইভেটকার থেকে ৭ হাজার ৫০০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমরা বিভাগীয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো এবং কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ধন্যবাদ জানাই তারা অপরাধীকে আইনের আওতায় আনার জন্য।আ

মন্তব্য করুন