আ. লীগ নিষিদ্ধের ঘোষণা না নিয়ে বাসায় যাব না : হাসনাত আবদুল্লাহ

ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের হাতে ইতিহাসের স্তরে স্তরে রক্ত লেগে আছে। তারা ২০১৩ সালে তাদের লগি-বৈঠা দিয়ে আমাদের দাঁড়ি-টুপিওয়ালা মুসলিম ভাইদের হত্যা করেছে। মোদিবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকায় অন্তত ২৫ জন দেশপ্রেমিক মানুষকে তারা হত্যা করেছে।

আজ শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, শিকড় রেখে ডালপালা কেটে কোনও লাভ নেই। স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ আর যুবলীগকে নিষিদ্ধ করে আমাদের মুলা দেখাবেন তা হবে না। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে তাদের নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, আমরা আপনাদের সহযোগিতা চাই। এই সরকারের মধ্যে যারা ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে চাইছে তাদের মধ্যে আমরা ড. মুহাম্মদ ইউনূসকে দেখতে চাই না। সে কারণে আজ বাদ জুমা যমুনার সামনে আমরা সর্বদলীয়, যারা ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দল, সাংস্কৃতিক শক্তি, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন ব্যক্তি, যারা গত দেড় দশক ধরে নির্যাতিত হয়েছেন তারা সবাই আওয়ামী লীগ নিধিদ্ধের আন্দোলনে যোগ দেবেন। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের ঘোষণা নিয়ে সবাই আজ বাসায় যাব।

এর আগে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। এ সময়, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, খুনি লীগের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’ ‘ব্যান করো, ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’ স্লোগান দেন।ই

মন্তব্য করুন