
এসডি সোহেল রানা : বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টাসের (হল অব প্রাইড) সম্মেলন কক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ থেকে Cisco Video Conferencing System এর মাধ্যমে যুক্ত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
সভায় শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করন এবং দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বজায় রাখতে গৃহীত ব্যবস্থা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
সভায় ভার্চুয়ালি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা ও ডিআইও-১ খন্দকার মোঃ শহীদুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।