মোঃ কলিম উল্লাহ: আমিরাবাদ নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক পুরস্কার বিতরণী ও মা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২/০২/২৫ ইং শনিবার সকাল ১১ টায় আমিরাবাদ নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক পুরস্কার বিতরণী মা ও অভিভাবক সমাবেশ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাষ্টার মোঃ সাইফুল ইসলামের সঞ্চচলানায় এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাবেক মেম্বার আলহাজ্ব জলিল আহমদের সভাপতিত্বে শুরু হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের বিশিষ্ট ট্রান্সপোর্ট এজেন্সীর ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মাঈনউদ্দিন জসিম। তিনি বলেন, ছাত্র-ছাত্রী লেখা-পড়ার অভিভাবক গন সচেতন হতে হবে। আপনার ছেলে মেয়ে স্কুলে আসতেছে কিনা নজর রাখতে হবে। আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা নজির আহমদ। স্কুলের সহযোগিতা মধ্যেই উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমদ, মোঃ কোরবান আলী, মোঃ ইমরান, মোঃ মহিউদ্দিন, মোঃ মোস্তাফিজুর রহমান , আমিরাবাদ ব্যবসায়ী মোঃ মোস্তাক আহমদ, ডাঃ অজিত নন্দি,এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান টি ছাত্র ছাত্রী মাঝে পুরুস্কার বিতরণী মধ্যেই দিয়ে সম্পন্ন হয়েছে।