আসেন সাংবাদিক হওয়ার জন্য কি কি প্রয়োজন :
খবর ডেস্ক: হাজারো পেশার মধ্যে সাংবাদিকতা ১টি মহৎ ও সম্মানজনক পেশা। তবে এর সঙ্গে আর অন্য ১০টি পেশার পার্থক্য অনেক।
১জন ভালো ও পেশাদার সাংবাদিক হওয়ার জন্য কি কি প্রয়োজন? আজকের প্রতিষ্ঠিত ও সম্মানিত সাংবাদিকদের
অনেকেই বিভিন্ন বিষয়ে পড়াশুনা করে এসেছেন। ভালো সাংবাদিক হওয়ার জন্য সাংবাদিকতাই পড়তে হবে এমনটা জরুরি নয়। তবে বিষয়টি পড়া বা শিক্ষা থাকলে ১জনকে ভালো সাংবাদিক হতে তা অবশ্যই সাহায্য করে।
সাংবাদিক হতে হলে:------
সাংবাদিকদের বা সাংবাদিক হলে যেসব গুণ থাকা প্রয়োজন:
১. সিদ্ধান্ত ২. সততা ৩. ব্যক্তিত্ব ৪. ব্যবহার ৫. সাহসিকতা ৬. বস্তুনিষ্ঠতা ৭. অধ্যবসায় ৮. নিয়মানুবর্তিতা ৯. যোগাযোগ ১০ দায়বদ্ধতা ১১. মানবতা-পরউপকারি ১২. বিচক্ষণতা ও ১৩. প্রতিবাদকারী ও ১৪. অবশ্যই জ্ঞানী-বুদ্ধিমান হতে হবে।
বর্তমানে অধিকাংশ সাংবাদিককে দেখা যায় জুয়ারো, মদখোর, গাঁজাখুরি, নারি কেলেঙ্কারি, চাঁদাবাজি ইত্যাদি যোগ্যতা নিয়ে গলায় সাংবাদিকদের কার্ড নিয়ে ব্যবসা করে। যা সাংবাদিকদের জন্য খুবই দুঃখজনক।
আমি বাংলাদেশের সমস্ত সম্মানিত প্রকাশক ও সম্পাদকদের নিকট আমার আকুল আবেদন সম্মানিত পেশাটাকে গাজাখোর মদখোরদেরকে সাংবাদিকদের কার্ড দিয়ে পেশাটাকে কলঙ্কিত করবেন না।