নিজস্ব প্রতিনিধি : আনোয়ারায় মদ তৈরির কারখানার অন্যতম হোতা মোঃ জাহাঙ্গীরকে (৩৪) আটক করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বারশত এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেন। আটককৃত মোঃ জাহাঙ্গীর উপজেলার দক্ষিণ বারশত গ্রামের নুর মুহাম্মদের পুত্র।
জানা গেছে, মোঃ জাহাঙ্গীর চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দক্ষিণ বারশত গ্রামে বিলের মাঝখানে গড়ে তুলে দেশীয় মদ তৈরির কারখানা। সেখানে মদ তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে। এতে এলাকার যুবকরা মাদক সেবন ও ব্যাবসায় জড়িয়ে পড়ে।
এদিকে এলাকায় মাদক ব্যবসা বন্ধ করতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন এলাকাবাসী। সোমবার এলাকায় গড়ে তুলা মদ তৈরির কারখানার মূল হোতা জাহাঙ্গীরকে আটক করেন স্থানীয়রা। পরে আনোয়ারা থানা পুলিশ তাকে উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন জানান, দক্ষিণ বারশত গ্রামে গড়ে তোলা মদ তৈরির কারখানার মূল হোতা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে
উল্লেখ্য, আনোয়ারা উপজেলার দক্ষিণ বারশত গ্রামে দেশীয় মদ তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। গত ৯ আগস্ট মধ্যরাতে উপজেলার দক্ষিণ বারশত গ্রামে এ মদ তৈরির কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানকালে গ্রামের নির্জন জায়গায় পেশাদার মদ ব্যবসায়ী মোঃ ইদ্রিছ আলীর পরিত্যক্ত ঘরের মদ কারখানা থেকে ১১০ লিটার মদ, ৪০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ তৈরীর অন্যান্য উপকরণ মিশ্রিত গাঁজনকৃত তরল ও সরঞ্জামসহ দু’জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় কারখানার মূল হোতা জাহাঙ্গীর পালিয়ে যায়।আ