খবর ডেস্ক :
দেশের সেরা শিল্প প্রতিষ্ঠান নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবের প্রতিষ্ঠিত চট্টগ্রাম জেলা লোহাগাড়া উপজেলার এতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা পরিদর্শন করলেন বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান, সাদ গ্রুপের ডিএমডি, বিশিষ্ট নারী উদ্দ্যোক্তা, শিক্ষানুরাগী ও দানবীর মিসেস নুরে ইয়াসমিন ফাতেমা। তাঁর শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবের প্রতিষ্ঠিত আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা পরিদর্শন,ছাত্র ছাত্রীদের সাথে কুশল বিনিময় শেষে অফিস কক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় মিলিত হন।
পরিশেষে দোয়া ও মোনাজাতের পর শিক্ষক, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও এতিমখানার শিশুদের জন্য খাবারের আয়োজন করেন মিসেস নুরে ইয়াসমিন ফাতেমা।