
অনলাইন ডেস্ক : আজ প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শবনমের জন্মদিন। জন্মদিন কখনোই তিনি ঘটা করে পালন করেন না। শবনম বলেন, ছোটবেলায় জন্মদিন উদযাপন ছিলো অনেক আনন্দের। গিফট পেতাম, খুব ভালো লাগতো। বাবা-মা’কে সবসময়ই ভীষণ মিস করি। মিস করি ছোটবেলার বন্ধুদের। মিস করি ফেলে আসা দিন। জীবনের শেষ সময়ে এসে পৌঁছেছি। সবার কাছে দোয়া চাই যতদিন বাঁচি, যেন সুস্থ অবস্থাতেই বাঁচি। আর আমার দেশটা যেন ভালো থাকে, দেশের মানুষ যেন শান্তিতে থাকে। ১৯৬০ সালেএহতেশাম পরিচালিত ‘রাজধানীর বুকে’ সিনেমায় ‘আমি রূপ নগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি’ গানটিতে পারফর্ম করে প্রথম আলোচনায় আসেন শবনম। পরবর্তীতে মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ সিনেমায় রহমানের জুটি হয়ে নায়িকা হন। সিনেমাটি ১৯৬১ সালের ৪ আগস্ট মুক্তি পায়। এরপর তিনি বাংলাদেশ ও পাকিস্তানের অনেক সিনেমায় অভিনয় করেন। অভিনয়ের জন্য তিনি পাকিস্তানের সম্মানজনক নিগার পুরস্কার ১৩ বার পেয়ে রেকর্ড করেন। যদিও তিনি দেশের জাতীয় পুরস্কার পাননি। শবনম পাকিস্তানের বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। জন্মদিনে শবনমকে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।ই