আওয়ামী লীগ নেতার মুক্তি দাবিতে বিএনপি নেতার কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ছালামত আলীকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি নেতার মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ব্যবসায়ী সমিতির অফিস ঘেরাও করে।

মঙ্গলবার সকালে সৃষ্ট উত্তেজনা পুলিশের উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি ছালামত আলীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। তিনি রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত হাজি মুন্সি মিয়ার ছেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য।

রিয়াজউদ্দীন বাজার ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ও রিয়াজউদ্দীন বাজার বণিক কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আবদুস শুক্কুরসহ কয়েকজন নেতা ছালামত আলীকে গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচির ডাক দেন। সকালে তারা জড়ো হয়েছিলেন; কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সকাল থেকে সমিতির অফিস ঘেরাও করলে কর্মসূচি পণ্ড হয়ে যায়।

কর্মসূচি আহ্বানকারী বিএনপি নেতা ও সমিতির যুগ্ম সম্পাদক আবদুস শুক্কুর যুগান্তরকে বলেন, ব্যবসায়ী হিসেবে ছালামত আলীর পক্ষে মানববন্ধন করার ডাক দিয়েছিলাম। সমিতির অফিসে বৈষম্যবিরোধী ছাত্রদের ঝামেলার কারণে মানববন্ধন করতে পারিনি।

সিএমপির ডিসি (দক্ষিণ) শাকিলা সোলতানা জানান, ছালামত আলীকে গ্রেফতার করায় মানববন্ধন করার চেষ্টা করেছিল কিছু লোক। তবে কেউ রাস্তায় নামেনি। পুলিশের উপস্থিতির কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।যু

মন্তব্য করুন