খবর ডেস্ক :
গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মত সরকার গঠনের পর দলীয় নেতাদের সঙ্গে আজ সোমবার বৈঠক করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওই যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের ডাকা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচন পরবর্তী করনীয় নিয়ে দলীয় নেতাদের নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকগণের এক যৌথসভা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সকলে অনুরোধ জানানো হয়েছে।
আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচন পরবর্তী দলের যৌথসভায় নেতা-কর্মীদের নির্বাচন পরবর্তী করণীয় নিয়ে নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপ, আওয়ামী লীগের ইশতেহার বাস্তবায়ন, ছাড়াও নির্বাচন পরবর্তী করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও কথা বলবেন। এ ছাড়া নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূলে যে বিভাজনের সৃষ্টি হয়েছে তা নিরশনে করনীয় নিয়েও বার্তা দেবেন আওয়ামী লীগ সভাপতি। এ ছাড়া বিএনপির আগামী কর্মসূচি মোকাবেলা এবং আন্তর্জাতিক মহলের চাপ রাজনৈতিকভাবে মোকাবেলার জন্য দলীয় নেতাদের নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যৌথসভায় কি বিষয়ে আলোচনা হবে জানতে চাইলে আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা ইনকিলাবকে বলেন, দলের সাংগঠনিক ও দেশের সমকালীন রাজণৈতিক বিষয়ে যৌথসভায় আলোচনা হতে পারে।