আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : মামুনুল হক

বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিলেন একজন বিকারগ্রস্ত মানুষ। রক্তের হোলি খেলায় সে সুখ খুঁজে পেত। খুব দ্রুত আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে। নতুন বাংলাদেশ না গড়ে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের মেয়াদ শেষ করে, জাতি তাদের কখনো ক্ষমা করবে না।

ভারতীয় সংবিধান দিল্লিতে ফিরিয়ে দিতে হবে।
বৃহস্পতিবার বিকালে ফেনীর কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শাপলা চত্বরে গণহত্যার বিচার এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার আয়োজনে এ গণসমাবেশের আয়োজন করা হয়।

মামুনুল হক বলেন, বিগত ১৬ বছর বাংলাদেশের উপর আধিপত্য রাষ্ট্র ভারতের সহায়তায় হাসিনা সরকার দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল।

বর্তমানে শহীদদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে আওয়ামী লীগকে অনেকে পুনর্বাসন করতে চায়। তাদের মনে করিয়ে দিতে চাই, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কোনো প্রকার পুনর্বাসন এদেশের মানুষ বরদাস্ত করবে না।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ আগস্ট বিপ্লবের তৌহিদি চেতনায় গড়তে হবে। দেশে সংস্কারের হাওয়া বইচে।

তবে সংবিধান সংস্কারের নামে শিরকী মতবাদ বাস্তবায়নের ষড়যন্ত্র চললে আমরা তা রুখে দেব। সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশন ইসলামের উত্তরাধিকারী আইন এবং ইসলামকে আঘাত করেছে, তাই শিগগিরই এই কমিশন বাতিল করতে হবে। না হয় বর্তমান সরকারের বিরুদ্ধে কর্মসূচির ডাক দেওয়া হবে।
ভারতীয় শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আমেরিকা নির্ভর হওয়া যাবে না। এ ছাড়া ইসলামী সংগঠনগুলো ঐক্যবদ্ধ হলে ভিনদেশি আধিপত্যবাদ থাকতো না বলেও জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।বা:প্র।

মন্তব্য করুন