
অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, নারী বিষয়ে ন্যায্য সিদ্ধান্ত না নিয়ে একটি উন্নত সমাজ কল্পনা করা যায়না। আমরা বৈষম্যের বিরুদ্ধে দাড়াতে পারিনি বলে আমাদের সন্তানরা জুলাই বিপ্লবে লড়াই করেছে।
জনাব ফারুক ওয়াসিফ আজ কক্সবাজারে জেন্ডার বিষয়ক সাংবাদিকদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
তিনি আরো বলেন,আওয়ামী ফ্যসিবাদের সময় নারী সাংবাদিকতা মারত্মকভাবে বৈষম্যের শিকার হয়েছে। কিছু সুবিধাভোগী নারী সাংবাদিক নেত্রী এজন্য দায়ী বলেও তিনি মন্তব্য করেন।
সমাজ বাস্তবতা বুঝেনি বলেই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। মানুষের সমাজ জীবনের অনেক কঠিন বাস্তবতা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছে।
তিনি বলেন, নারী সাংবাদিকতা সমাজে বৈষম্য দূরীকরণে সহায়ক হতে পারে।
পুরানা বন্দোবস্তের কারণে সমাজ থেকে বৈষম্য দূর হচ্ছেনা বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনসাল্টেন্ট ট্রেনিং জাকিয়া শিশির, সহকারী প্রশিক্ষক পিআইবি জিলহাজ, রোমেনা আক্তার ও মুঃ ইফতিখারুল করিম।
কর্মশালায় কক্সবাজার ও বান্দরবানের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।ই