
নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের প্রতিটি সদস্যকে আরও সক্রিয় হতে হবে। নিজ নিজ এলাকার মাদক ব্যবসা, ধাঙ্গাবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিষয়ে থানা পুলিশকে দিনে ও রাতে সব সময় তথ্য দিয়ে সহায়তা করতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে পাক্ষিক অবহিতকরণ সভায় এসব কথা বলেন। এসময় মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
ওসি বলেন, জনগনের শান্তি বিঘ্নিতকারি, দাঙ্গা-হাঙ্গামা বা কলহ সৃষ্টিকারীদের বিষয়ে পুলিশকে আগাম অবহিত করতে হবে। অবহিতকরণ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।ই