
অনলাইন ডেস্ক : সময়ের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ইতোমধ্যেই শোবিজে ১৬ বছরের পেশাদারী জীবন পার করছেন তিনি। জনপ্রিয় এই অভিনেত্রীকে নিয়ে কয়েক বছর ধরেই চলছে পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জন। রাজীব প্রযোজিত ও পরিচালিত নাটক, বিজ্ঞাপনচিত্র এবং সিনেমায় অভিনয়ও করেছেন মেহজাবীন চৌধুরী। যদিও প্রেমের সম্পর্ক নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে গত কয়েক বছরে সেভাবে কথা বলেননি, বরং বারবারই মুচকি হাসি দিয়ে এড়িয়ে গেছেন।
এদিকে গত বছরের মাঝামাঝি সময়ে রাজীব জানিয়েছিলেন, মেহজাবীনের চেয়ে ভালো কারও সঙ্গে তাঁর পরিচয় হতে পারত না। তিনি তাঁর জীবনের সেরা একটি অংশ। অবশেষে প্রকাশ্যে এলো দুজনের বিয়ের খবর। চলতি মাসের ২৩ ফেব্রুয়ারি তাঁদের গায়ে হলুদ অনুষ্ঠান আর পরদিন তাঁদের বিয়ে। বিষয়টি নিশ্চিত করেছে মেহজাবীন ও রাজীবের একাধিক ঘনিষ্ঠজন।
এই তারকা যুগলের এক ঘনিষ্টসূত্রে জানা যায়, ‘তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমরা দাওয়াত পেয়েছি। এর বাইরে আপাতত কিছুই বলতে পারছি না। ওরা দুজন যদি কিছু জানায়, সেটা তাদের পক্ষ থেকেই জানাবে।’
শোবিজের এই লাভ বার্ডদের একসঙ্গে দেশ–বিদেশে নানা সময় দেখা গেছে। কখনো তাঁরা ঘুরতে গেছেন, কখনো শুটিং কিংবা চলচ্চিত্র উৎসব–সম্পর্কিত নানা কাজ। এই সময়ে কখনো মেহজাবীন ও রাজীবের ঘনিষ্ঠ বন্ধুরাও সঙ্গে ছিলেন। তবে দুজনের প্রেমের সম্পর্কের কথা তাঁরা সবাই জানলেও কাউকে জানতে দেননি।
ছোট পর্দার রানী মেহজাবীন ও রাজীবের বিয়ের খবর ছড়িয়ে পড়ায় বিনোদন অঙ্গনে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। অনেকেই জানিয়েছেন শুভকামনা। তাঁদের মতে, সুন্দর মনের দুজন মানুষ একসঙ্গে জীবন শুরু করছেন, এর চেয়ে আনন্দের খবর তো আর হতে পারে না। তাঁদের জন্য দোয়া ও শুভকামনা।
প্রসঙ্গত, ছোট পর্দার অভিনয়শিল্পী মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’ গত বছরের শেষ দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। মেহজাবীন অভিনীত ছবিটির প্রযোজক ছিলেন আদনান আল রাজীব।ই