নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার ১৪ দিন পর হাত-পা বেঁধে বস্তাবন্দি করে ফেলে রাখা অবস্থায় ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকাল আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া এলাকা থেকে উদ্ধার করা হয় তাকে।
এর আগে গত ৬ এপ্রিল রাত আটটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের খুটাখালী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। এ সময় তাকে সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে একদল দুর্বৃত্ত।
উদ্ধার হওয়া ব্যবসায়ীর নাম জিয়া উদ্দিন কাজল। তিনি উপজেলার খুটাখালী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের হেতালিয়া গ্রামের মৃত নূর হোসেনের পুত্র।
পুলিশ জানায়- এই ঘটনায় অপহৃত জিয়া উদ্দিন কাজলের স্ত্রী নুসরাত জাহান বাদী হয়ে গত ৯ এপ্রিল চকরিয়া থানায় চারজনের নামোল্লেখ এবং আরও চারজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা রুজু করেন। আসামিরা হলেন- স্থানীয় শিব্বির আহমদ, মো. সালাহ উদ্দিন, মো. আলী প্রকাশ আলী আহমদ ও মো. মিন্টু।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, পূর্ব বিরোধের কারণে খুটাখালী স্টেশনের মসজিদের সামনে থেকে অপহরণ করা হয়। এ সময় অপহরণকারীরা দুটি মোটরসাইকেলে এসে ব্যবসায়ী কাজলকে অস্ত্রের মুখে জিম্মি করে সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মামলা রুজু করা হলে পুলিশ তাকে উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু করে। অবশেষে অপহরণের ১৪ দিন পর তাকে হাত-পা বেঁধে বস্তাবন্দি করে মহাসড়কের পাশে ফেলে যায়।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশের তৎপরতায় সফলতা আসে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।আ