
নিজস্ব প্রতিনিধি : অন্তর্বর্তী সরকার কোনো গোষ্ঠীকে সন্তুষ্ট করতে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম উদ্যোগে ‘গণঅভ্যুত্থান, গণপ্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কার বিষয়ক’ এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এই সরকার কিন্তু একটি বিশাল দায়িত্ব নিয়ে এসেছে উল্লেখ করে মঈন খান বলেন, সেই দায়িত্বটি কী? বাংলাদেশকে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে রূপান্তর করা। এটি কিন্তু ছোটখাটো জিনিস নয়। আমি আনন্দিত তারা (সরকার) চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন। শুধু গ্রহণ করলে হবে না, দায়িত্বটিও সঠিকভাবে পালন করতে হবে। এটি শুধু তাদের জন্য নয়, বাংলাদেশের ১৮ কোটি মানুষ জন্য।
অন্তর্বর্তী সরকার কোনো পক্ষপাতিত্ব করতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, যে মুহূর্তে তারা পক্ষপাতিত্বে চলে যাবে, তখনই তাদের কার্যপদ্ধতি ব্যর্থ হয়ে যাবে। আমরা শুনেছি, ছাত্ররা নাকি এই সরকারকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আমরা জানি না সারাদেশের মানুষ কি তাদের দায়িত্ব দেয়নি? ১৮ কোটি মানুষ কি দায়িত্ব দেয়নি? তারা কি একটি নির্দিষ্ট শ্রেণির প্রতিনিধিত্ব করে? সেই আন্দোলনে তো বাংলাদেশের প্রতিটি মানুষ গিয়েছিল।
ড. মঈন বলেন, জনগণের প্রতি যদি আমাদের আস্থা থাকে, আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে বর্তমান সমস্যা সমাধানের একটি মাত্র উপায় গণতন্ত্র ফিরিয়ে আনা। যত দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনবো ততই মঙ্গল। আর এই সরকারের ওপর আমাদের অনেক আস্থা। তাদের শক্ত হাতে একটি কাজ করতে হবে, আর সেটি হলো- দ্রুততম সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্রের অধ্যায় শুরু করা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম। এছাড়া এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মুক্তচিন্তা বাংলাদেশের চেয়ারম্যান আবুল কাসেম হায়দার প্রমুখ।মা।