
অনলাইন ডেস্ক : নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসসহ অন্যান্য উপদেষ্টাদের অভিনন্দন জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো: আব্দুস সালাম শুক্রবার এক বিবৃতিতে বলেন, সহস্রাধিক ছাত্র জনতার প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছে। ড্যাব নেতৃবৃন্দ শ্রদ্ধায় ভরে স্মরণ করেন এই দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধে যে সকল কোমলমতী ছাত্রছাত্রী ও সাধারণ জণগণ প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন। তারা আশা করেন এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি হত্যার, আওয়ামী দুঃশাসনের অন্যায় ও অবিচারের ন্যায় বিচার নিশ্চিত করবেন এবং ভেঙ্গে যাওয়া এই রাষ্ট্র কাঠামোকে মেরামত করে সুন্দর একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এদেশকে প্রতিষ্ঠা করবেন। নেতৃদ্বয় অন্তর্বর্তীকালিন সরকারের উদ্দেশ্যে বলেন, অতি দ্রুত দেশে একটি সুষ্ঠু ভোটাধিকার পরিবেশ তৈরি করবেন যেন এদেশের আপামর জণসাধারণ তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারেন এবং অল্প সময়ের মধ্যে একটি স্থায়ী গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করেন। ড্যাব নেতৃবৃন্দ দেশের স্বাস্থ্য বিভাগ, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রতিটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে দ্রুত পুনর্গঠনের আহ্বান জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন ড্যাবের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল।ই