৭ আসনে আওয়ামী লীগ প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্ররা

খবর ডেস্ক :
দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ সংসদীয় আসনের মনোনয়নপত্র বাছাইকালে সাত আসনে আওয়ামী লীগের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বৈধ হয়েছে। অন্যান্য আসনগুলোতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় এসব আসনে আপাতত শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া না গেলেও চট্টগ্রাম–২ (ফটিকছড়ি), চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম–১০ (হালিশহর, পাহাড়তলী, ডবলমুরিং, খুলশী), চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা), চট্টগ্রাম (পটিয়া), চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ), চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনগুলোতে আওয়ামী লীগ প্রার্থীদের পাশাপাশি হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, এক শতাংশ ভোটারের তথ্য গরমিল, সেবা সংস্থার বিল বকেয়া, আয়করের রিটার্ন দাখিল না করা এবং ঋণ খেলাপিসহ বিভিন্ন অভিযোগে মোট ৩২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছেন ১৯ জন স্বতন্ত্র এবং ১৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খদিজাতুল আনোয়ার সনির সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব। চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে মাহফুজুর রহমান মিতার সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন স্বতন্ত্র প্রার্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম–১০ (হালিশহর, পাহাড়তলী, ডবলমুরিং, খুলশী) আসনে আওয়ামী লীগ মনোনীত মহিউদ্দিন বাচ্চুর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলম। চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ লতিফের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান কাউন্সিলর জিয়াউল হক সুমন। চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী জাতীয় সংসদের বর্তমান হুইপ সামশুল হক চৌধুরী। চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী। চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত, নির্বাচনে ভোটগ্রহণ ৭ জানুয়ারি। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৬৩ লাখ ৯৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৭৯ হাজার ৬২ জন এবং নারী ভোটার ৩০ লাখ ২১ হাজার ৯০২ জন।

মন্তব্য করুন