৬নং ভালুকা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নয়া সভাপতি সুরুজ, সম্পাদক লিটন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ৬নং ভালুকা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নির্বাচন কমিশনার মো. শাখাওয়াত হোসেন পাঠান ফলাফল ঘোষণা করেন।

ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোঃ আলী হায়দার খান (সুরুজ) ১৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী পান ১৮৭ ভোট। সহ-সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মো. আব্দুল হাই সরকার ২২৫ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী পান ১৪৩ ভোট। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এস এম মঞ্জুরুল হক লিটন ২৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী পান ৯৮ ভোট।

নির্বাচন কমিশনার মো. শাখাওয়াত হোসেন পাঠান জানান, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে ভোটাররা ভোট দিয়ে সমিতির প্রতিনিধি নির্বাচিত করেছেন।

মন্তব্য করুন