৪ দিনের রিমান্ডে চট্টগ্রামের সাবেক এমপি নদভী

ডেস্ক : বিস্ফোরণ দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় হওয়া পৃথক দুই মামলায় চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

চট্টগ্রাম জেলা পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ২২ জানুয়ারি বুধবার, সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, বিস্ফোরণ দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২৪ সালের ৮ অক্টোবর সাতকানিয়া থানায় দায়ের হওয়া (মামলা নম্বর ৫) এবং একই বছরের ২৬ আগস্ট লোহাগাড়া থানায় দায়ের হওয়া (১৭/১৮১) মামলায় সাবেক এই। এমপি নদভীকে তিন দিন করে মোট ছয়দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।ই

মন্তব্য করুন