১৯ দিন ব্যাপী সীরতুন্নবী সঃ মাহফিল

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১৯ দিন ব্যাপী সীরতুন্নবী সঃ মাহফিল এর ৫৪তম বর্ষের টেকনাফ নির্বাহী কমিটির প্রস্তুতি সভা ইনশাআল্লাহ আগামী ৩রা সেপ্টেম্বর ২০২৪ইং রোজ মঙ্গলবার বাদে এশা অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে স্ব-বান্ধবে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দেওয়া যাচ্ছে।

স্থান-: হোটেল নিউ গ্রীন গার্ডেন
টেকনাফ মেইন রোড, টেকনাফ, কক্সবাজার।
সময়-: ৩রা সেপ্টেম্বর ২০২৪, বাদে এশা।

বিশেষ দ্রষ্টব্য:
ইনশাআল্লাহ, ৫৪ তম মাহফিলে সীরতুন্নবী (সঃ) আগামী ১১ ই রবিউল আউয়াল ১৫ ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ রোজ রবিবার দুপুর থেকে আরম্ভ হতে যাচ্ছে এবং ২৯’শে রবিউল আউয়াল ০৩’ই অক্টোবর ২০২৪ খ্রিঃ রোজ বৃহস্পতিবার দিবাগতরাত ফজরের নামাজের পূর্বে মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
১৯দিন ব্যাপী ৫৪ তম মাহফিলে সীরতুন্নবী (সঃ) এর দাওয়াত সবাইকে নিজের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

🚐🚃 সড়ক পথে যাতায়াত : >>কর্ণফুলী শাহ্ আমানত সেতু (নতুন ব্রিজ) হতে কক্সবাজার সড়কে চুনতী শাহ্ সাহেব গেইট।

মন্তব্য করুন