
বরাবর
সম্পাদক/ বার্তা সম্পাদক/ ব্যুরো চিফ/ নিউজ ডেক্স প্রধান
—————————————————
—————————————————
বিষয়: জুলাই’২৪-এ ছাত্র-জনতার রক্তাক্ত বিপ্লবে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলের সংবাদ প্রচারের জন্য একজন সাংবাদিক/ ফটো-সাংবাদিক প্রেরণ প্রসঙ্গে।
প্রিয় মহোদয়,
আসসালামু আলাইকুম
সম্মানপূর্বক নিবেদন এই যে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে আগামী ১৪ অক্টোবর (সোমবার) বিকাল ৪ টায় জামালখান রোডের চেরাগী মোড়ে জুলাই’২৪-এ ছাত্র-জনতার বিপ্লবে স্বৈরাচারীর গণহত্যা তা-বে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানে শহীদদের রক্তদানের মর্যাদা রক্ষা ও আত্মার শান্তি কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, সাংবাদিক ও সমাজের বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উক্ত সংবাদ’র ছবি ধারণ ও প্রচারের নিমিত্তে উক্ত দিন আপনার পত্রিকা/ নিউজ র্পোটাল/ অনলাইন/ টিভি চ্যানেলের পক্ষ হতে একজন সাংবাদিক/ ফটো-সাংবাদিককে প্রেরণের অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদান্তে,
এবিএম ইমরান
সদস্যসচিব
বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও সাংবাদিক ঐক্য পরিষদ
০১৮১৫-৫২৩০২৫ প্রেস বিজ্ঞপ্তি।